যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদ্রাসা পড়ুয়ারা এখন সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে: বাহাউদ্দীন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি,২০২৬, ০৬:২৪ পিএম
মাদ্রাসা পড়ুয়ারা এখন সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে: বাহাউদ্দীন

বাংলাদেশ জামিয়াতুল মুদার্রেছিন কেন্দ্রয়য় কমিটির সভাপতি, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ওলামা মাশায়েখদের শ্রদ্ধা ও সম্মান করতেন। ১৯৯১ সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন, সেই সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে নানামুখি পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বেঁচে থাকলে এবং আগামীতে ক্ষমতায় এলে বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে পারতেন। তিনি নেই; আছেন তার যোগ্য উত্তরসূরী তারেক রহমান। আমরা বিশ্বাস করি, আগামীদিনে জাতীয়তাবাদী শক্তি রাতে ক্ষমতায় এলে ইসলামি মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা হবে। একইসাথে সকল এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের চাকরি জাতীয়করণ হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে যশোর শহরের একটি হোটেলে বাংলাদেশ জামিয়াতুল মুদার্রেছিন যশোর সদর উপজেলা শাখার আয়োজনে ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ও তার রুহের মাগফেরাত কামনা’- শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। একজন মাদ্রাসাছাত্র এখন দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। এই ব্যবস্থার গোড়াপত্তন করেছিলেন বেগম খালেদা জিয়া। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আরও আধুনিক হবে বলে তিনি আশা রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একজন ইমাম সমাজের নেতা। তিনি যখন মসজিদে খুতবা দেন, তখন সকলেই মনোযোগ সহকারে শোনেন। তার কথামতোই জীবনযাপনের চেষ্টা করেন। মাদ্রাসার শিক্ষকরা হাদিস ও কুরআন থেকে প্রকৃত শিক্ষা নিয়ে তারা ছেলেমেয়েদের মধ্যে দিনি শিক্ষার বাণী পৌঁছে দেন। মাদ্রাসার শিক্ষক এ সমাজের প্রকৃত সামাজিক নেতা। দেশ গড়তে তাদের যে ভূমিকা রাখা প্রয়োজন, এটা প্রথম অনুধাবন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর খালেদা জিয়া দেশের আলেম-ওলামা মাশায়েখদের সর্বোচ্চ সম্মান দেন।

তিনি আরো বলেন, যারা ইসলাম নিয়ে বেশি কথা বলে, তারা ইসলামের ভুল বার্তা সমাজের ছড়ানোর চেষ্টা করছে। ইসলামের প্রকৃত বার্তা সমাজে পৌঁছে দিতে হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজ, অল্প শিক্ষিত মানুষজন, বিশেষ করে আমাদের মা-বোনদের মাঝে ইসলাম নিয়ে বিভ্রান্তি বেশি ছড়াবার চেষ্টা করা হচ্ছে।তিনি বলেন, দেশের মাদ্রাসাশিক্ষকদের মান উন্নয়নে বেগম খালেদা জিয়া অনেক কাজ করেছেন। তার জন্য দোয়া করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যশোর সদর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ আলহাজ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)