যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৭ জানুয়ারি,২০২৬, ০৮:১৫ পিএম
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ইছালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোক প্রধান অতিথির বক্তৃতায়, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, বেগম খালেদা জিয়া প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সকলকে সাথে তিনি নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি কখনো প্রতিশোধের রাজনীতি করেননি। অর্ন্তভূক্তি মুলক রাজনীতি করতেন। তিনি মনে করতেন, এই দেশ কারও একার না, দেশ সকলের। তাই সকলকে সাথে নিয়ে অতীতের মতো দেশকে নিয়ে নতুন ভাবে গড়তে চেয়েছিলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া অনুধাবন করতেন রাজনীতি দেশ ও জনগণের জন্য। সেই উপলদ্ধির জায়গা থেকে তিনি দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় রাজনীতি করতেন। তিনি কখনো জনগণকে মিথ্যা প্রলোভন দেননি। দশ টাকায় চাল কিংবা ঘরে ঘরে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেননি, জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। ক্ষমতায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামোর আমুল পরিবর্তন করেন। বেগম খালেদা জিয়া কখনো কারও দাসত্ব করেননি। তার হাতে কোন দিন দেশ ও জনগণের স্বার্থ ক্ষুন্ন হয়নি।

ইছালি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলমের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য রাখেন, ইছালি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ শরীফ, প্রভাষক হীরা মতি, ইছালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ইছালি ইউনিয়ন জামায়তের আমির মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ। পরে আপোষহীন গণতন্ত্রের মাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন সেলি, ইছালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল কবির প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)